‘আপনাদের দোয়া এবং ভালোবাসায় করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছি’

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০

বিখ্যাত দাঈ, জনপ্রিয় ইসলামিক স্কলার, পাকিস্তানের প্রখ্যাত আলেমেদীন মাওলানা তারেক জামিল করোনামুক্ত হয়েছেন। শনিবার (১৯ ডিসেম্বর) টুইটারে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান। করোনাকালীন যারা দোয়া করেছেন তাদের সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

ছয়দিন আগে করোনায় আক্রান্ত হন জ্যেষ্ঠ এ ইসলামি স্কলার। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন।

টুইট বার্তায় অনুসারী এবং শুভাকাঙ্ক্ষিদের উদ্দেশে বলেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছি। সম্পূর্ণ সুস্থ হতে আপনাদের দোয়ার প্রয়োজন। আল্লাহ তার রহমত দ্বারা মহামারি করোনা ভাইরাস থেকে সমগ্র মানবজাতিকে মুক্ত করুন।

১৩ ডিসেম্বর মাওলানা তারিক জামিল করোনা ভাইরাসে আক্রান্ত হন। ওই সময় টুইট বার্তায় করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে তিনি বলেন, গেল কয়েকদিন ধরে ভালোবোধ করছি না। করোনা পরীক্ষা করিয়েছি। পজেটিভ এসেছে।

এ খবরের প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, ধর্মীয় এ পণ্ডিতের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন তিনি। টুইটে বলেন, করোনা ভাইরাস থেকে মাওলানা তারিক জামিলের দ্রুত এবং পূর্ণ সুস্থতার জন্য দোয়া করছি।

এন.এইচ/

মন্তব্য করুন