

সেবামূলক সংগঠন ‘খিদমাহ ফাউন্ডেশন’ এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে 16 ডিসেম্বর বুধবার রাতে রাজধানী ঢাকার বায়তুল মুকাররম, স্টোডিয়াম, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকার ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
খিদমাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও জাতীয় লেখক পরিষদের দফতর সম্পাদক মাওলানা মুফতি আশেক হাসান কাসেমীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় লেখক পরিষদের সেক্রেটারি ও সবার খবর সম্পাদক মুফতি আবদুল গাফফার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতী মুহাম্মদ আশরাফ।
সভাপতির বক্তব্যে মুফতি আশেক হাসান কাসেমী বলেন, নৈতিক দায়িত্ববোধ থেকেই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আমরা সব মাত্র শুরু করেছি, ইনশাআল্লাহ অচিরেই ঢাকার বিভিন্ন স্পট ছাড়াও দেশের বিভিন্ন জেলায় দরিদ্রদের মাঝে আমাদের এই চলমান কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
এমএম/পাবলিকভয়েস