মসজিদ বন্ধ রাখায় ক্ষুব্ধ তাজিকিস্তানের মুসলিমরা

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০

ইসমাঈল আযহার: তাজিকিস্তানে করোনাভাইরাস মহামারির কারণে মসজিদে নামাজ আদায় বন্ধ করায় দেশটির মুসলিমরা অসন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু দেশটির চিকিৎসক ও কিছু আলেম কভিড প্রতিরোধে এই সতর্কমূলক ব্যাবস্থায় কোনো সমস্যা দেখছেন না।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় তাজিকিস্তানে গত ১৮ এপ্রিল মসজিদে নামাজ আদায় স্থগিত করা হয়। দেশটির কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ৩০ এপ্রিল করোনাভাইরাস সনাক্ত হয় তাজিকিস্তানে।

সোশ্যাল মিডিয়ায় কিছু মুসল্লি ক্ষোভ প্রকাশ করেছেন। তারা স্কুল, বিশ্ববিদ্যালয় এবং শপিং সেন্টারগুলো খোলা থাকলে মসজিদে নামাজ আদায় করতে কোনও সমস্যা দেখছেন না। মসজিদে নামাজ বন্ধ রাখার বিষয়টিকে তারা মুসল্লিদের অধিকার লঙ্ঘন  হিসেবে উল্লেখ করেছেন।

দেশটির কিছু আলেম মসজিদের নামাজ স্থগিতের এই সিদ্ধান্তকে করোনাভাইরাস প্রতিরোধ ব্যাবস্থা হিসেবে তার প্রশংসা করছেন।

সূত্র: এশিয়া প্লাস

মন্তব্য করুন