

জুমার নামাজের পর শাহবাগ এলাকায় মুক্তিযুদ্ধমঞ্চ ও ছাত্রলীগ দ্বারা আল্লামা আজিজুল হক ও সৈয়দ ফজলুল করিমের অবমাননার প্রতিবাদে ‘সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
এজন্য দুপুর থেকেই শাহবাগ, কাটাবন ও বাইতুল মোকাররম এলাকায় পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জুমার নামাজের পরপরই কয়েকজন মাদ্রাসা ছাত্র একটি বাস থেকে শাহবাগ মোড়ে নামে। এসময় সেখানে উপস্থিত পুলিশ তাড়াহুড়ো করে তাদের ফের ওই বাসে তুলে দেন। এক পুলিশ সদস্য ছাত্রদের উদ্দেশে বলেন, ‘শাহবাগে নামলেই অ্যারেস্ট৷’
বাসে তুলে দেওয়া তিন থেকে চার জন ছাত্রের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ তাদের বাসে তুলে দেওয়ার পর চলন্ত বাসে করে তারা সায়েন্সল্যাবের দিকে চলে যায়। তাদের মাথায় ছিল টুপি পরনে বিভিন্ন রঙের পাঞ্জাবী-পায়জামা ছিল।
এ ঘটনার সময় পুলিশ টিমের নেতৃত্বে ছিলেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ। জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছি। কোনও ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, তা নিশ্চিতের চেষ্টা করছি।’
আই.এ/