

শাহরিয়ার কবির রিমন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টরিয়াল বডির তিনজন সহকারী প্রক্টরকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাদেরকে এ পদে পুনর্নিয়োগ দিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসাবে নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এম. এম. নাসিমুজ্জামান, ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মােঃ হাফিজুল ইসলাম এবং বায়ােমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মােঃ আরিফুল ইসলাম এর মেয়াদ ২২ জুলাই ২০২০ তারিখে শেষ হওয়ায় উল্লিখিত শিক্ষকগণকে ২৩ জুলাই ২০২০ হতে পরবর্তী ০১ (এক) বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে উপাচার্য মহোদয় পুনঃনিয়ােগদান করেছেন। এই অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাঁরা নিয়মানুযায়ী সুযােগ-সুবিধা পাবেন।
নাজমুল/