বাকস্বাধীনতার নামে ইউরোপীয়নদের ইসলাম অবমাননা সহ্য করা হবে না: ইরান-পাকিস্তান

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

ইউরোপের দেশগুলোতে বাকস্বাধীনতার নামে ইসলাম ধর্ম ও মহানবী (স.)’র অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না জানিয়েছে ইরান ও পাকিস্তান।

ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এ কথা বলেছেন।

একইসঙ্গে তারা ইউরোপ ও আমেরিকায় ইসলাম-আতঙ্ক বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া তাদের মধ্যে আফগানিস্তানসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তানে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন তারা।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সীমান্ত ব্যবস্থাপনাসহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে কথা বলেছেন। নিরাপত্তা বিষয়ক সহযোগিতা জোরদারে আগ্রহ দেখিয়েছে দুই দেশ।

আজই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার পাকিস্তান সফরে গেছেন। গত আড়াই বছরে এ নিয়ে চারবার পাকিস্তান সফরে গেলেন জারিফ।

তার সফরসঙ্গী হিসেবে ইরানের আফগানিস্তান বিষয়ক দূত মোহাম্মাদ ইব্রাহিম তাহেরিয়ানও রয়েছেন। আফগানিস্তান হচ্ছে ইরান ও পাকিস্তান উভয়েরই প্রতিবেশী দেশ। দুই দেশই সেখানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তৎপরতা চালাচ্ছে। পার্সটুডে

আই.এ/

মন্তব্য করুন