সবার অংশগ্রহণে ডাকসু নির্বাচনের দাবিতে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯

ডেস্ক রিপোর্ট:  ডাকসু নির্বাচনে সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জোর প্রস্তুতির মধ্যেই এই মিছিল করলো ইশা ছাত্র আন্দোলন। ঢাকসু নির্বাচনে সকল ছাত্র সংগঠনের অংশগ্রহনের প্রস্তুতি চলছে। তবে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণের বিষয়ে সন্দিহান সবাই। ডাকসু নির্বাচনের কোন কার্যক্রমেই তাদেরকে সেভাবে ডাকা হয়নি। তাই সবার অংশগ্রহণে ডাকসু নির্বাচনের দাবিতে মিছিল করেছে সংগঠনটি।

আজ বুধবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি এম হাসিবুল ইসলামের নেতৃত্বে মিছিলটি ঢাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। কলাভবন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

রাজু ভাস্কর্যের সামনে মিছিল পরবর্তি সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার অংশগ্রহনে ডাকসু নির্বাচনের জোর দাবি জানান।

এ বিষয়ে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জিয়াউল হকের সাথে কথা বললে তিনি এ প্রতিবেদককে বলেন, আমরা গঠনমূলক ভাবে ডাকসু নির্বাচনে অংশ নিতে চাই এবং আমাদের সেই সামর্থ আছে। ক্যাম্পাসেও আমাদের রয়েছে দৃশ্যমান কর্মসূচি এবং ক্রিয়াশীল ভূমিকা। আমাদের ক্রিয়াশীল ভূমিকার জানান দিতেই আমরা ক্যাম্পাসে মিছিল করেছি।

মন্তব্য করুন