বার্লিনের রাস্তায় ‘ম্যাক্রোঁ’কে চাবুক মারল সিরিয়ান যুবক

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস

মহানবীকে নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কটুক্তি করার প্রতিবাদে একজন সিরিয়ান যুবক বার্লিনের রাস্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ছবি পুড়িয়েছে এবং হাতে দঁড়ি বাধা ম্যাক্রোঁর মুখোশ পরা একজনকে চাবুক মেরেছে। এক প্রতিবেদনে এখবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

ভিডিওতে দেখা গেছে, ফয়েজ কানফ্যাশ আরব ও তুর্কি রেস্তোঁরা ও দোকানগুলোর জন্য পরিচিত বার্লিনের নিউউকেলেন জেলার একটি রাস্তায় দর্শকদের দ্বারা উৎসাহিত একটি মজাদার চরিত্রে ম্যাক্রোঁর মুখোশ পরা ব্যক্তিটিকে টেনে নিয়ে এসেছেন।

বার্লিনের একজন পুলিশ সদস্য জানিয়েছেন, ম্যাক্রোঁকে মারধর করা সহিংসতা চালানো প্রতি উস্কানি। এটি ব্যঙ্গাত্মক কিনা তা কর্তৃপক্ষ অনুসন্ধান করছে। এ ঘটনায় ২৩ বছর বয়সী একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ সদস্য ওই যুবকের নাম বলতে রাজি হননি।

পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে দাবি করে ফয়েজ জানান, তিনি জার্মান এবং পাশ্চাত্যদের দেখিয়ে দিতে চান যে মত প্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা রয়েছে।

ফোনে তিনি বলেন,  সহিংসতা প্রচার করা উদ্দেশ্য ছিল না। কেবল বলতে চেয়েছি, যদি মত প্রকাশের স্বাধীনতা আপনাকে আমাদের নবীর অবমাননা করতে দেয়, তাহলে আমরা যদি আপনাদের নেতাদের অবমাননা করলে বিরক্ত হবেন না।

মিডল ইস্ট মনিটর থেকে ইসমাঈল আযহারের অনুবাদ

মন্তব্য করুন