আজারবাইজানের অবস্থানকে সমর্থন জানিয়েছে পাকিস্তান

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
পাকিস্তান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া

বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে চলমান সংঘাতে আজারবাইজানের অবস্থানকে সমর্থন জানিয়েছে পাকিস্তান।

দেশটিতে নিযুক্ত আজারবাইজানের রাষ্ট্রদূত আলি আলিজাদা রাওয়ালপিন্ডিতে জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ কথা জানান পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ এই কর্মকর্তা।

পরে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আএসপিআর) জানিয়েছে, রাওয়ালপিন্ডিতে জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে ইসলামাবাদে নিযুক্ত আজারবাইজানের রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেছেন।

তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের খবরে বলা হয়, বৈঠকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা পুর্নব্যক্ত করে দৃঢ় ভিত্তি গঠনের ওপর জোর দিয়ে পাক সেনাপ্রধান বলেন, নাগর্নো-কারাবাখ অঞ্চলে আজারবাইজানের অবস্থানকে পূর্ণ সমর্থন করছে পাকিস্তান। যা ইতোমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সর্বসম্মতিকৃত প্রস্তাবেও গৃহীত হয়েছে।

এদিকে, প্রায় দুই সপ্তাহ পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। রাশিয়ার মধ্যস্থতায় দেশটির রাজধানী মস্কোয় অনুষ্ঠিত আলোচনায় শুক্রবার প্রতিবেশী দেশ দুটি যুদ্ধবিরতিতে রাজি হয়। শুক্রবার আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ১০ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ।

তিনি বলেন, আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, যা শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে কার্যকর হবে। এ সময় বন্দি বিনিময় এবং নাগর্নো-কারাবাখ অঞ্চল থেকে মরদেহ উদ্ধার অভিযান চলবে। যুদ্ধবিরতির অংশ হিসেবে রেডক্রস ওই অঞ্চলে ত্রাণ তথা মানবিক কার্যক্রম পরিচালনা করবে।

আই.এ/

মন্তব্য করুন