

জনপ্রিয় বিজনেস শপ তুহফা কালেকশন ও শীগ্রই আত্মপ্রকাশ হতে যাওয়া তুহফা সুপার শপের মূল প্রতিষ্ঠান তুহফা লিমিটেডের জন্য একজন দক্ষ ও যোগ্য গ্রাফিক ডিজাইনার আবশ্যক।
চাকরির দায়িত্ব :
প্রোডাক্ট ফটোগ্রফি ও ডিজাইন করে তুফহার নিজস্ব ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রয় করাসহ কাষ্টমারদের ফোন রিসিভ ও অনলাইন রিপ্লাই করা ও অন্যান্য কাজ করতে হবে।
চাকরির ধরন : ফুল টাইম কাজ।
কর্মস্থল : বায়তুল মোকাররম, ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা : এইচ এস সি / স্নাতক।
অভিজ্ঞতা : সর্বনিম্ন ২ বছর, Adobe Photoshop & Illustrator – এর কাজে দক্ষতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা : বেতন ১২০০০-১৫০০০/-, অনলাইন সেলের উপর কমিশন। বার্ষিক বেতন পর্যালোচনা। বার্ষিক ২ টি উৎসব ভাতা।
যা যা লাগবে : সিভির সাথে নিজস্ব পোর্টফোলিও সংযুক্ত করতে হবে। যদি সংশ্লিষ্ট প্রয়োজনীয় যোগ্যতা এবং দক্ষতা না থাকে তবে আবেদন করার প্রয়োজন নেই।
সিভির সাথে পোর্টফোলিও সংযুক্ত করুন। নিজের সঠিক পোর্টফোলিও তৈরি করুন। অভিজ্ঞতা এবং দক্ষতা না থাকলে সিভি জমা দেয়ার প্রয়োজন নেই। পিডিএফ ফরম্যাট-এ সিভি প্রেরন করতে হবে।
সিভি পাঠানোর ঠিকানা : tuhfalimited@gmail.com ইমেইলে সংযুক্ত ফাইলসমূহ পাঠাতে হবে এবং সাবজেক্ট লাইনে পদের নাম উল্যেখ করতে হবে।