‘অনলাইন ম্যানেজার’ নিয়োগ দেবে তুহফা, শর্ত দাড়ি থাকতে হবে

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

জনপ্রিয় ব্রান্ড কোম্পানী তুহফা লিমিটেড’র ‘অনলাইন ম্যানেজার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

এ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীর দাড়ি থাকা আবশ্যক বলেও জানানো হয়েছে। একই সাথে আরও কিছু শর্ত দেয়া হয়েছে।

তুহফা লিমিটেডের কর্ণধার মুফতী মাহফুজুর রহমান জাবের ও জনপ্রিয় ইসলামিক শিল্পী আবু রায়হান তাদের যৌথ ঘোষণায় বিষয়টি জানিয়েছেন।

এ পদে নিয়োগের বিষয়ে শর্ত, বেতন ও বিস্তারিত বিবরণীতে বলা হয়েছে –

  • স্মার্ট উপস্থপনায় তুহফার বিভিন্ন প্রোডাক্টের লাইভ, ভিডিও প্রেজেন্টেশন, ম্যাসেজ ও কমেন্ট রিপ্লাই, দেয়ার অভিজ্ঞতা থাকতে হবে।
  • দাড়ি থাকতে হবে।
  • গ্রাফিক্স ডিজাইনার হলে বেতন বৃদ্ধি থাকবে।
  • বেতন আলোচনা সাপেক্ষে।
  • বেতনের পাশাপাশি প্রতিদিনের বিক্রয়ের উপর কমিশন থাকবে।

আগ্রহী প্রার্থীরা নিম্নোক্ত ইমেইলটিতে পূর্ণাঙ্গ বৃত্তান্ত (সিভি) পাঠাতে বলা হয়েছে।

ই-মেইল : tuhfalimited@gmail.com

বিস্তারিত আলাপের জন্য ফোনকল নাম্বার :  09666700246/01911500246

প্রসঙ্গত : তুহফা লিমিটেড একটি বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। তুহফার নিয়ন্ত্রণাধীন তুহফা কালেকশন ইসলামি পোশাকের ক্ষেত্রে ইতিমধ্যে ব্যাপক সুনাম এর সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। এবং খুব দ্রুততর সময়ে তুহফা সুপারশপসহ একাধিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।

মন্তব্য করুন