তুহফা শপে চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০

শীগ্রই উদ্বোধন হতে যাওয়া তুহফা সুপার শপের একাধিক শূণ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

আগামী ৫ই অক্টোবর ২০২০ ইংরেজি – রোজ সোমবার তোহফা শপে ম্যানেজার , কাউন্টার / একাউন্টিং ও সেলসম্যান পদে নিয়োগ দেয়া হবে।

চাকুরিতে আগ্রহীগণ ৫ই অক্টোবরের মধ্যে tuhfalimied@gmail.com এই ঠিকানায় সিভি পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

৬ অক্টোবর থেকে ইন্টারভিউর জন্য তোহফা লিমিটেড-এর প্রধান কার্যালয়ে ডাকা শুরু হবে।

জ্ঞাতব্য : প্রার্থীগণদের যেদিন ডাকা হবে, শৃঙ্খলার স্বার্থে শুধু তারাই সেদিন আসবে। এর আগে বা পরে কেউ আসতে চাইলে কাউকেই গ্রহণ করা হবেনা এবং অবশ্যই প্রত্যেকের সাথে তার সিভি ও যাবতীয় ডকুমেন্টস নিয়ে আসবেন।

কোম্পানির নাম : Tuhfa Limited
ঠিকানা : প্রধান কার্যালয় – ১৮,পুরানা পল্টন, পল্টন প্লাজা (৩য় তলা), ঢাকা-১০০০

যেসব পদে নিয়োগ দেওয়া 

ম্যানেজার পদে আবেদনের জন্য যোগ্যতা :
পদের সংখ্যা : ০২
শিক্ষাগত যোগ্যতা : অনার্স / মাস্টার্স / দাওরা
বেতন : আলোচনা সাপেক্ষে।

শর্তাবলি :

  • সুপার শপে চাকরীর সর্বনিম্ন ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • কম্পিউটার অপারেটিং, রিটেইল সেলস, এফএমসিজি সেলস এন্ড মার্কেটিং।
  • ইংরেজি ভাষায় সম্পূর্ণ পারাদর্শী হতে হবে।

কাউন্টার পদ ও একাউন্টিংয়ে আবেদনের জন্য যোগ্যতা:

পদের সংখ্যা : ০৪
শিক্ষাগত যোগ্যতা : এইচ এস সি / অনার্স / দাওরা
বেতন : আলোচনা সাপেক্ষে।

  • সুপার শপে চাকরীর সর্বনিম্ন ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • কম্পিউটার অপারেটিং ও ইনভেন্টরি সফটওয়্যার এর উপর পরিপূর্ণ দক্ষতা থাকতে হবে।

সেলসম্যান পদে আবেদনের জন্য যোগ্যতা:
পদের সংখ্যা : ২০
শিক্ষাগত যোগ্যতা : এস এস সি / এইচ এস সি
বেতন : আলোচনা সাপেক্ষে।

  • এই পদে নতুন ও পুরাতন সবাই আবেদন করতে পারবে।

আবেদন করতে যা যা লাগবে :

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ফটোকপি
  • চেয়ারম্যান সার্টিফিকেট
  • ভোটার আইডি কার্ড এর ফটোকপি
  • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি

কর্মস্থান : ব্লক এল, রোড ১৩, দক্ষিণ বনশ্রী, ঢাকা

মন্তব্য করুন