ইসি পূনর্গঠন ছাড়া উপজেলা নির্বাচন নতুন সংকট সৃষ্টি করবে: অধ্যক্ষ মাওলানা ইউনুছ

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯
অধ্যক্ষ মাওলানা ইউনুছ

পাবলিক ভয়েস: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ইসি সম্পূর্ণ ব্যর্থ। নির্বাচন কমিশনের পূনর্গঠন ছাড়া উপজেলা নির্বাচন নতুন সংকট সৃষ্টি করবে। মহাসচিব এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।

আজ বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের চলতি সেশনের মজলিসে আমেলার (কার্যনির্বাহী পরিষদের) প্রথম বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনের পরে খুন-ধর্ষনের ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থা প্রমাণ করে প্রশাসন জনগণের নিরাপত্তার চেয়ে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। তিনি আরো বলেন, এই সরকার নির্বাচনের মাজাকে ভেঙ্গে দিয়েছে। নির্বাচন ও ভোট নিয়ে মানুষের মাঝে আর কোন আগ্রহ নেই। এরপরও মাজাভাঙ্গা নির্বাচন কমিশনের পূনর্গঠন ছাড়া উপজেলা নির্বাচন হলে দেশে আরো ভয়াবহ সংকট সৃষ্টি করবে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ-প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, অর্থ সম্পাদক হারুন অর রশীদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতী মুহাম্মদ হেমায়েতুল্লাহ, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা নেছার উদ্দিন, এ্যাডভোকেট লুৎফর রহমান শেখ, এ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, আলহাজ জান্নাতুল ইসলাম, আলহাজ আবদুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বরকত উল্লাহ লতিফ, জি এম রুহুল আমীন, মাওলনা খলিলুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন