ট্রাম্পের সংস্পর্শে আসা আরও ৭ জনের করোনা পজিটিব

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সময় করোনায় আক্রান্ত হয়েছেন, যখন চরম ব্যস্ততায় সময় পার করছিলেন তিনি। একদিকে সরকার ও প্রশাসন সামলাতে মিশতে হয়েছে শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে, অন্যদিকে আসন্ন নির্বাচনের প্রচারণার কাজে ছুটে বেড়ানো।

কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটকে মনোনীত করেন ট্রাম্প। ওই উপলক্ষে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। রোজ গার্ডেনের অনুষ্ঠানে আগত অতিথিরা একে অপরের সঙ্গে জড়োসড়ো হয়ে ছিলেন এবং তারা মাস্ক পরা ছিলেন না।

সেদিনের সে অনুষ্ঠানে যোগদানকারীদের মধ্যে যাদের করোনা পজিটিভ এসেছে তারা হলেন: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা কেলিয়ানি কনওয়ে, সিনেটর মাইক লী, সিনেটর থম টিলিস, নটরডেম ইউনিভার্সিটি প্রেসিডেন্ট জন জেনকিন্স, ট্রাম্পের সহযোগী হোপ হিকস, ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েন। এছাড়া হোয়াইট হাউসে নিয়োজিত দুই সংবাদকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের নাম জানা যায়নি। আরএনসি চেয়ারপার্সন রনা ম্যাকড্যানিয়েল সেদিন অনুষ্ঠানে ছিলেন না। তবে তিনিও করোনা পজিটিভ।

উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের মাস খানেক আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হোপ হিকসের করোনা সংক্রমণ ধরা পড়ার পর ট্রাম্প দম্পতি প্রথমে কোয়ারেন্টিনে যাওয়ার ঘোষণা দেন। কিছুক্ষণ পর তাদের পরীক্ষার ফলাফল পজিটিভ আসার ঘোষণা দেওয়া হয়। শুক্রবার বিকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো হয় ওয়াশিংটনের সামরিক হাসপাতালে।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান শিবিরের একের পর এক গুরুত্বপূর্ণ মানুষ এমন এক সময়ে করোনা আক্রান্ত হয়ে পড়ছেন যখন জনমত জরিপে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে খানিক পিছিয়ে রয়েছেন পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টায় থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এনএইচ/

মন্তব্য করুন