
ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
আফগানিস্তানের পুনর্মিলন বিষয়ক মার্কিন প্রতিনিধি জালময় খলিলজাদ সম্প্রতি ‘আফগান-তালেবান শান্তি আলোচনার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে দোহায় পৌঁছেছেন। এ ঘটনায় তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাঈম বলেছেন, এই দলটি শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রয়োজন বোধ করে না। ৪০ বছরের সংঘাতের সমাধানের সিদ্ধান্তে পৌঁছতে ধৈর্য দরকার। শুক্রবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এখবর দিয়েছে আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তোলো নিউজ।
গত বুধবার আফগান গণমাধ্যম তোলো নিউজ তালেবানের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানায়, সংগঠনটি বর্তমান অচলাবস্থায় মধ্যস্থতার প্রয়োজন নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। এতে আরও বলা হয়, উভয় পক্ষ কার্যনির্বাহী নিয়মগুলো নিয়ে পুরোপুরি একমত হতে ব্যর্থ হয়েছে। এতে করে যে বিলম্ব তৈরি হয়েছে তা উভয় দলের মধ্যে একটি সরকারি বৈঠক না হওয়া পর্যন্ত দীর্ঘায়িত হবে।
তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাঈম বলেন, আমরা কাউকেই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে দেব না।
নাঈম বলেছেন, আফগানিস্তানের ৪০ বছরের সংঘাত গুরুত্বপূর্ণ। আফগান শান্তি আলোচনায় উভয় পক্ষের ধৈর্য ধরা উচিত। আমরা যদি তাড়াতাড়ি- ২০ দিন বা একমাসের মধ্যে সব সমস্যা সমাধানের প্রত্যাশা করি। তবে আমি মনে করি এটি আমাদেরকে লক্ষ্যে পৌঁছাবে না।
এরই মধ্যে খলিলজাদের দোহায় ভ্রমণ কাবুলে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের সাবেক চিফ অফ স্টাফ আবদুল করিম বলেন, আমি এই অচলাবস্থাকে কিছুটা কৃত্রিম হিসাবে দেখছি কারণ বন্দীদের মুক্তি নিয়ে বিতর্ক দেখা যাচ্ছে। তবে গত ১১ সেপ্টেম্বর এটার সমাধান হয়েছিল। এখন আমি মনে করি- এই ইস্যুটির সমাধান একটি নির্দিষ্ট তারিখের জন্য নির্ধারিত হয়েছে।
মেশরানো জাগার সিনেট মোহাম্মদ আলম ইজেদিয়ার বলেছেন, এটি ইঙ্গিত দেয় যে আমরা, আফগানিস্তানের জনগণ বৈদেশিক চাপ ছাড়াই কোনও চুক্তিতে পৌঁছাতে পারছি না।
ইসমাঈল আযহারের অনুবাদ
আই.এ/

