
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: খুলনা মহানগরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় মাদকবিক্রেতাসহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২১ জানুয়ারি) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত মহানগরের আট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করেন।
শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ মাদকবিক্রেতাসহ মোট ৪১ জনকে গ্রেফতার করে কেএমপি। এসময় তাদের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।