নিখোঁজ ৫ ভারতীয়র লাশ পেয়েছে চীন

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
{“subsource”:”done_button”,”uid”:”39D6C39C-463D-45AE-AFF1-96D2741DF237_1592807954495″,”source”:”other”,”origin”:”gallery”,”source_sid”:”39D6C39C-463D-45AE-AFF1-96D2741DF237_1592807954529″}

সীমান্ত থেকে নিখোঁজ হওয়া পাঁচ ভারতীয়র লাশের সন্ধান পেয়েছে চীন। ভারতের অরুণাচল প্রদেশের চীনা সীমান্তের ভেতর তাদের মরদেহ পাওয়া গেছে। ভারতের যুব ও ক্রীড়া এবং সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী কিরেন রিজিজু এ কথা জানান। এসব মৃতদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।

৮ সেপ্টেম্বর, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক টুইটে এই তথ্য জানান মন্ত্রী কিরেন রিজিজু। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

ওই টুইটবার্তায় কিরেন লিখেছেন, ভারতীয় সেনাবাহিনীর পাঠানো হটলাইন বার্তায় সাড়া দিয়েছে চীন। তারা নিশ্চিত করেছেন, অরুণাচল থেকে নিখোঁজ যুবকদের লাশ খুঁজে পেয়েছেন। তাদের লাশ ভারতের হাতে তুলে দিতে বেইজিংকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে ১ সেপ্টেম্বর নিজেদের সীমান্ত এলাকা থেকে চীনা সেনারা ৫ ভারতীয়কে অপরণ করে, এমন অভিযোগ করে ভারত। দেশটির গণমাধ্যমগুলো জানায়, ওই যুবকরা নাচো সার্কলের সেরা-৭ এলাকার একটি জঙ্গল গাছের গুল্ম সংগ্রহ করতে গিয়েই নিখোঁজ হন। তারা হলেন, তনু বাকার, প্রশাত রিংলিং, নগরু দিরি, দোংতু এবিয়া ও তচ সিংকম।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন