বিশ্ববিখ্যাত ক্বারী শেখ আবদুল্লাহ বাসফারকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

বিশ্বজুড়ে খ্যাতি অর্জনকারী ক্বারী শেখ আবদুল্লাহ বাসফারকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। গত আগস্ট মাসে ক্বারী শেখ আবদুল্লাহ বাসফারকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে কীভাবে এবং কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এখবর দিয়েছে।

জেদ্দার কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের শরিয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আবদুল্লাহ বাসফার ওয়ার্ল্ড বুক অ্যান্ড সুন্নাহ সংস্থার সাবেক সেক্রেটারি জেনারেলও। শেখ বাসফারকে আটকের বিষয়টি গত মার্চ মাসে গ্রেপ্তার হওয়া শেখ সৌদ আল-ফুনাইসানকে আটক করার মতোই।

আল-ফুনাইসান একজন অধ্যাপক এবং রিয়াদের আল-ইমাম বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদের সাবেক ডিন। এদিকে, এ আটকের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামপন্থীরা। সৌদি নাগরিকদের বরাত দিয়ে অনলাইন পত্রিকা রাই আল ইয়াম তাদের টুইটারে বলছে, তুচ্ছ লোকেরা স্বাধীনতা ভোগ করছে এবং দেশে দুর্নীতি ছড়িয়ে দিচ্ছে। অথচ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে আলেমদের নির্বিচারে আটক করা হচ্ছে।

আই.এ/

মন্তব্য করুন