এপিবিএন’র দুই সদস্যের মুখে সিনহা হত্যার বর্ণনা

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে গুলি করে হত্যার ঘটনার বর্ণনা দিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আরো দুই সদস্য। গতকাল ২৭ আগস্ট, ‍বৃহস্পতিবার কক্সবাজারের আদালতে প্রায় ৫ ঘণ্টা ধরে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ৩১ জুলাই রাতের ঘটনা তুলে ধরেন।

গতকাল ঘটনার বর্ণনা দিয়েছেন এএসআই শাহাজাহান ও কনস্টেবল রাজীব। দুজনে ম্যাজিস্ট্রেটের খাসকামরায় ৫ ঘণ্টা ধরে সেই রাতের ঘটনার বর্ণনা দেন। এর আগেরদিন তাদের আরেক সহকর্মী এপিবিএন কনস্টেবল আব্দুল্লাহ জবানবন্দি দিয়েছিলেন। তারা তিন জনই সাতদিনের রিমান্ডে আছেন।

এরা তিনজনই ঘটনার দিন বাহারছড়া চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। গত ১৮ আগস্ট তাদের গ্রেপ্তার দেখানো হয়।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা ও মাদক আইনে এবং রামু থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের করে। এ মামলায় নিহত মেজর সিনহার সঙ্গে থাকা শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রানী দেবনাথকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

এরপর ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওসি প্রদীপ কুমার দাস, এসআই লিয়াকতসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ৬ আগস্ট বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৭ আসামি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করেন। এ সব মামলারই তদন্তভার এখন র‌্যাবের হাতে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন