যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ‘লরা’ প্রলয়ংকারী শক্তি নিয়ে আঘাত হানতে পারে আজ রাতে

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০

ক্যাটাগরি ৪ মাত্রার ঘূর্ণিঝড়,’লরা’ বুধবার রাতে, টেক্সাস ও লুইজিয়ানার উপকূলে আঘাত হানার আগে আরো শক্তিশালী হয়ে উঠছেI যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর,এসব এলাকার জন্য সামুদ্রিক জলোচ্ছাস, প্রবল বাতাস ও বন্যার হুঁশিয়ারি সংকেত দিয়েছেI

টেক্সাস ও লুইজিয়ানার উপকূলীয় লোকজনদের অন্যত্র নিরাপদ স্থানে চলে যাবার নির্দেশ দেয়া হয় I বর্তমানে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে ১৪০ মাইল দূরে এবং যার বাতাসের বেগ এখন ঘন্টায় ১৪৫ মাইল,যে গতি গত ২৪ ঘন্টায় ৭৫ মেইল থেকে ১৪৫ মাইলে পৌঁছায়I জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানায়, ঘূর্ণিঝড়ের ঢেউ উপকূল থেকে ৪০ মাইল ভেতরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।ভয়েস অফ আমেরিকা ।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন