কোভিড-১৯: কিরগিজস্তানে উন্মুক্ত হল মসজিদ

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস

করোনাভাইরাসের প্রকোপ কমায় আগেই মসজিদ খুলে দিয়েছে বিশ্বের অনেক দেশ। এবার নামাজ আদায়ের জন্য মসজিদ উন্মুক্ত করে দিল গিরগিজস্তান।

একেআই প্রেস এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৮ আগস্ট) কিরগিজস্তানের মুসলিম কেন্দ্রীয় প্রশাসন জানিয়েছে, শর্তসাপেক্ষে দেশটির সব মসজিদে জুমার নামাজের অনুমতি দেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, নামাজের সময় মুসল্লিদের সতর্কতামূলক ব্যবস্থা কঠোরভাবে মেনে চলতে হবে এবং মসজিদগুলো স্যানিটাইজ করা হবে। মসজিদের সঙ্গে আশপাশের অঞ্চলও নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে। নামাজের সময় মুসল্লিদের ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে। কারও সঙ্গে হাত মেলানো ও আলিঙ্গন করা যাবে না।

বয়স্ক ও অসুস্থ মানুষদের মসজিদে আসা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সঙ্গে শিশুদেরও মসজিদে নামাজের জামাতে অংশগ্রহণ করতে নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবারের নামাজ ১৫-২০ মিটিটের মধ্যে শেষ করতে বলা হয়েছে।

সূত্র: বারনামা ডটকম, একেআই প্রেস

আই.এ/

মন্তব্য করুন