

প্রতিবেশী পাকিস্তান ও চীনের সঙ্গে যখন ভারতের উত্তেজনা চলছে, তখনই একটি সামরিক মহড়ায় একসাথে অংশ নিতে যাচ্ছে দেশ তিনটি। আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ১১ দিনব্যাপী এ মহড়ায় ১৯টি দেশ অংশ নেবে।
এর মধ্যে এই মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর পদাতিক কিছু সেনা, আর্টিলারি, সাঁজোয়া গাড়ির সঙ্গে প্রায় ১৮০ জন সেনাসদস্য অংশ নিচ্ছেন। এমনকি দেশটির বিমানবাহিনীর অংশগ্রহণও থাকছে এতে। এছাড়াও এ মহড়ার জন্য তিনটি জাহাজও পাঠাচ্ছে ভারত।
আগামী সেপ্টেম্বরের ১৫ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মহড়াটি। এতে স্বাগতিক রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানসহ আরো ১১টি দেশের সাড়ে ১২ হাজারের বেশি সেনাসদস্যের অংশ নেয়ার কথা রয়েছে।
প্রায় তিন মাস ধরে লাদাখের ‘অ্যাকচুয়াল লাইন অব কন্ট্রোল’-এ চীনের সঙ্গে চাপা উত্তেজনা চলছে ভারতের। এর মধ্যে ১৫ জুন গালওয়ান উপত্যকায় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। চীনাদের পক্ষ থেকে হতাহতের সংখ্যা জানানো হয়নি। বহুবার আলোচনার পরও সীমান্তের এই উত্তেজনা এখনো কমেনি। অপরদিকে পাকিস্তানের সঙ্গে জম্মু-কাশ্মীর সীমান্তে একই অবস্থা বিরাজ করছে। এসবের মধ্যেই এই তিন দেশের যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এমএম/পাবলিকভয়েস