

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ইসলামিক সেন্টারে অবস্থিত আল নূর মসজিদে উগ্র ও সন্ত্রাসী শ্বেতাঙ্গ শ্রেষ্টত্ববাদী, খৃষ্টান সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট কর্তৃক ভয়াবহ সন্ত্রাসী হামলার রায় ঘোষণা শুরু হচ্ছে আজ সোমবার। বিশ্বকে স্তব্ধ করে দেওয়া নৃশংস ওই হামলায় ৫১ জন মুসল্লি শহীদ হন।
স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে ও ফেসবুকে লাইভ করে তাঁদের খুন করেন এই খৃষ্টান সন্ত্রাসী। বিবিসি এক প্রতিবেদনে জানায়, ক্রাইস্টচার্চের উচ্চ আদালতে রায় ঘোষণা হবে। এ সময় নিহত এবং আহতদের পরিবার আদালতে উপস্থিত থাকবে।
এদিন আদালতে শুনানি শুরু হবে। সেখানে ওই হামলার শিকার হয়ে বেঁচে যাওয়াদের পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যরাও সাক্ষ্য দেবেন।
রায় ঘোষণা চার দিন স্থায়ী হবে। এ সময় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সন্ত্রাসীর সামনে তাঁর নৃশংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কেমন আছে, তা তুলে ধরা হবে।
এর আগে গত বছর নিউজিল্যান্ডের মসজিদে নামাজ পড়া অবস্থায় গুলি করে ৫১ জনকে নির্মমভাবে হত্যায় অভিযুক্ত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ব্যক্তি ব্রেন্টন ট্যারেন্টকে আদালতের রায় শোনাতে রোববার দেশটির ক্রাইস্টচার্চে আনা হয়েছে। অস্ট্রেলিয়ান ওই সন্ত্রাসী যুবককে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে নিউজিল্যান্ড বিমানবাহিনীর একটি বিমানে করে রোববার বিকেলে ক্রাইস্টচার্চ এয়ারপোর্টে আনা হয়।
বিস্তারিত ঘটনা জানতে পড়ুন : উগ্রবাদী সন্ত্রাসী কর্তৃক ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদে হামলার এক বছর ও বিস্তারিত ঘটনা
বিচারের রায় শোনাতে দেশটির অকল্যান্ড কারাগার থেকে তাকে ক্রাইস্টচার্চে আনা হলো। এ শহরেই ঘৃণিত ওই হত্যাকাণ্ড চালিয়েছিলেন তিনি।
এদিকে গেল মাসে ব্রেন্টন ট্যারেন্ট তাঁর আইনজীবীদের বরখাস্ত করেন। ধারণা করা হচ্ছে রায়ের সময় সে নিজেই তাঁর অবস্থান তুলে ধরবেন। আদালত থেকে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
৫১টি হত্যা, ৪০টি হত্যাচেষ্টা ও একটি সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের অভিযোগে বিচার চলছে তার। কয়েকদিনের শুনানি শেষে ট্যারান্টকেও আত্মপক্ষ সমর্থনে কথা বলার সুযোগ দেওয়া হবে। তারপর আদালত ঘোষণা করবেন।
{ক্রাইস্টচার্চে হামলায় শহীদ যারা> ছবি সোর্স : Documenting Oppression Against Muslims}
নিউজিল্যান্ডে হত্যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। তবে এক্ষেত্রে বিচারক চাইলে কোনোদিনই কারামুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে না- এমন যাবজ্জীবনেরও রায় দিতে পারেন, যে রায় এর আগে কখনোই দেশটিতে প্রয়োগ করা হয়নি।
প্রসঙ্গত : ২০১৯ সালের ১৫ মার্চ জুমার নামাজ চলাকালে নির্মম এ হত্যাকাণ্ড ঘটান ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার নাগরিক শ্বেতাঙ্গ জঙ্গী ও সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট। হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগে তাঁর সাজা ঘোষণা করা হবে।
ক্রাইস্টচার্চের ওই ঘটনায় বিশ্ববাসী শোকে স্তব্ধ হয়ে পড়ে। এরপর ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার আইন কঠোর করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান।
ঘটনাক্রম : নিউজিল্যান্ডে আল-নূর মসজিদে সন্ত্রাসী হামলা
- আদালত থেকে রিমান্ডে নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারী উগ্র সন্ত্রাসী ব্রেন্টন
- ক্রাইস্টচার্চ হামলা : ৫১ জন মুসল্লিকে হত্যা করা ব্রেন্টনের সাজা আগামী মাসে
- ক্রাইস্টচার্চে নামাজরত ৫১ মুসলিমকে হত্যা করেও নিজেকে নির্দোষ দাবি
- জঙ্গীবাদ নয় ক্রাইস্টচার্চে হামলাকারীর বিরুদ্ধে আনা হয়েছে সন্ত্রাসবাদের অভিযোগ
- ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী সন্ত্রাসীর মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ
- ক্রাইটচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার তদন্ত শুরু
- নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলাকারী সন্ত্রাসীর বিরুদ্ধে ৫০ জনকে হত্যার মামলা
- নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারী খ্রিস্টান সন্ত্রাসীকে আদালতে হাজির
- মার্কিন গবেষণা ; বেশিরভাগ সন্ত্রাসী হামলার সাথে মুসলিমবিরোধীরা জড়িত
- ক্রাইস্টচার্চে হামলা : অল্পের জন্য বাঁচলেন তামিম-মুশফিকরা
- নিউজিল্যান্ডের মসজিদে হামলা : ২০০ জনকে হজে নিচ্ছেন সৌদি বাদশা
- মসজিদে হামলায় শহীদদের পরিবারকে ১০ লাখ ডলার সহায়তা সৌদি যুবরাজের
- নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ৭০ হাজার ডলার দিলেন ‘এগ বয়’
- বিশ্বের প্রথম হাইটেক নিরাপত্তার মসজিদ আল-নূর
- হামলার পর নিউজিল্যান্ডের মসজিদ আল-নূরে জুমার খুতবায় যা বললেন ইমাম
- নিউজিল্যান্ডের ঘটনায় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করুন : মুফতী ফয়জুল করীম
- নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিক্রিয়া : ইমরান খান বললেন সন্ত্রাসীদের কোন ধর্ম নেই
- হামলাকারী উগ্র সন্ত্রাসীর অ্যাকাউন্ট সরিয়ে ফেলছে ফেসবুক, নেই লাইভ ভিডিওটিও
- অস্ত্র কেড়ে নিয়েছিলেন এই যুবক, নয়ত ‘লিনউড’ মসজিদেও বাড়তো শহীদের সংখ্যা
- শান্তির স্থান মসজিদে হামলাকারীরা ইন্টারন্যাশনাল টেরোরিষ্ট : আল্লামা বাবুনগরী
- নিউজিল্যান্ডের নুর মসজিদের মোয়াজ্জিন ছিলেন নিহত ড. সামাদ
- নিউজিল্যান্ডে নিহত ড. সামাদ আজাদের নিজ গ্রামে শোকের ছায়া
- নিউজিল্যান্ডে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের ৫ জন বাংলাদেশি ৯ জন পাকিস্তানী
- নিউজিল্যান্ডের মসজিদে হামলায় বাঁচেনি ছোট্ট শিশু মুকাদ ইবরাহিমও
- হুইল চেয়ারেই কেটে যাবে ক্রাইস্টচার্চের হামলায় আহত লিপির জীবন
- ‘তোমরা আমার বন্ধু, যতক্ষণ নামাজ পড়বে আমি পাহারা দেব’ : খ্রিস্টান নাগরিক
- নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা; ঘটনাস্থলে যাবে বাংলাদেশের প্রতিনিধি দল
- সিজদা দিয়ে মসজিদে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ জানালেন অমুসলিম ফুটবলার
- কেউ বলছেন তাকে ‘ডিম বালক’ আবার কেউ ডাকছেন ‘হিরো’
- মসজিদে হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অস্ট্রেলিয়া প্রবেশে নিষেধাজ্ঞা
- নিউজিল্যান্ডের পার্লামেন্টে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু
- নিউজিল্যান্ডে সন্ত্রাসীদবাদী হামলার নিন্দায় মোদি ট্রাম্প একই পথে হাটলেন
- মিস্টার স্পীকার, আসসালামু আলাইকুম
- নিউজিল্যান্ডের সেই মসজিদে সর্ববৃহৎ জুমার জামায়াত হবে
- সামরিক স্টাইলের অস্ত্র নিষিদ্ধ করে দিচ্ছে নিউজিল্যান্ড
- নিউজিল্যান্ডে জুমার নামাজ সরাসরি সম্প্রচার, দুই মিনিট নীরবতা পালন
- শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে শুক্রবারের আজান সম্প্রচার করবে নিউজিল্যান্ডের রেডিও
- নিউজিল্যান্ডের জাতীয় প্রতীকের আদলে তৈরি যে ছবিটি বিশ্বে তোলপাড় সৃষ্টি
- নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিবাদে উত্তাল কলকাতা
- ক্রাইস্টচার্চ হামলা নিয়ে আমিনুল ইসলাম মামুনের ‘রক্তাক্ত নিউজিল্যান্ড’
- নিউজিল্যান্ডে জঙ্গী হামলার প্রতিবাদে কলরবের নতুন গান ‘নো মোর টেররিজম’
- ব্রিটেনে এক রাতে পাঁচটি মসজিদে হামলা : মুসলমানদের নিরাপত্তা দাবি
- নিউজিল্যান্ডের দুই মসজিদে সন্ত্রাসী হামলা : বিশ্বসম্প্রদায়ের ইতিবাচক সিদ্ধান্ত কাম্য