খ্রিস্টান ছেলের সঙ্গে প্রেম করায় মেয়ের মাথা ন্যাড়া করলেন মুসলিম মা-বাবা

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

ফাহিম ফাইয়াজ
পাবলিক ভয়েস

ফ্রান্সে খ্রিস্টান ছেলের সঙ্গে প্রেম করায় ১৭ বছর বয়সী এক তরুণীর মাথা ন্যাড়া করে দিয়েছেন তার মুসলিম মা বাবা। শুক্রবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এখবর দিয়েছে ডেইলি মেইল।

খবরে জানানো হয়, সার্বিয়ান এক খ্রিস্টান ছেলের সঙ্গে প্রেম করার কারণে তরুণীর মাথা ন্যাড়া করা হয়। এ অভিযোগে তার মা বাবা বিচারের মুখোমুখি হবেন।  মুসলিম ওই পরিবার বসনিয়া থেকে ফ্রান্সে পাড়ি জমিয়েছেন।

সূত্রের বরাতে ডেইলি মেইল জানায়, গত সোমবার মেয়েটির দুই ফুটের চেয়েও লম্বা চুল কেটে ফেলা হয়। এসময় তাকে মারধরও করা হয়েছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন টুইটারে লিখেছেন, এই ১৭ বছর বয়সি কিশোরীর ওপর অত্যাচারের ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।

ডেইলি মেইল থেকে ফাহিম ফাইয়াজের অনুবাদ

আই.এ/

মন্তব্য করুন