করোনা পরীক্ষা না করে মনগড়া রিপোর্ট; সাবরিনা-আরিফুলের বিচার শুরু

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০

করোনা পরীক্ষা না করে মনগড়া রিপোর্ট দেওয়ার অভিযোগে হওয়া মামলায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী, তার স্বামী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীসহ ৮ জনের বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন।

এ মামলার অন্য আসামিরা হলেন— আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

অভিযোগ গঠন শুনানির জন্য বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালেই এই আট আসামিকে আদালতে নেওয়া হয়। এরপর দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার মট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর এজলাসে তোলা হয়।

তবে আসামিপক্ষের আইনজীবীরা গত দিনের মতো আজও মামলার নথি না পাওয়ার কথা বলে শুনানির তারিখ পেছানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষ তাদের এ বক্তব্যের বিরোধিতা করে বলে, এই সময়েও নথি না পাওয়াটা আসামিপক্ষের ব্যর্থতা। এই কারণে শুনানির তারিখ পেছানোর সুযোগ নেই।

দুপুর বারোটার কিছুক্ষণ পর নথি পেতে সময় দিয়ে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযোগ গঠন শুনানি মুলতবি করেন আদালত। বিরতি দিয়ে দুপুর আড়াইটায় শুনানি শুরু হলে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির (ডিসচার্জ) আবেদন করেন। রাষ্ট্রপক্ষ তাদের আবেদনের বিরোধিতা করেন।

এরপর বিচারক আসামিদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ? জবাবে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। এরপর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়ে আগামী ২৭ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

আই.এ/

মন্তব্য করুন