
করোনা ভাইরাসকে জয় করার এক সপ্তাহ পার না হতেই আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষমতাসীন বিজেপি’র এই সাবেক প্রধান গত তিন-চার দিন ধরে বিষণ্ণতা এবং তীব্র শরীর ব্যথায় ভুগছেন। খবর এনডিটিভি।
মঙ্গলবার (১৮ আগস্ট) অমিত শাহকে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অমিত শাহের এআইআইএমএস হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করে হাসপাতালটির মিডিয়া ও প্রোটোকল বিভাগের চেয়ারপার্সন ডা. আরতি ভিজ বলেন, ‘অমিত শাহ গত তিন-চার দিন ধরে বিষণ্ণতা ও শরীর ব্যথায় ভোগার কথা বলছেন।
তিনি কোভিড-১৯ নেগেটিভ। তাকে এআইআইএমএস’র কোভিড কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনি স্বস্তিতে আছেন আর হাসপাতাল থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।’
আই.এ/

