মিয়ানমার নির্বাচন থেকে পাঁচজন মুসলিমের প্রার্থীতা বাতিল

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

নাজমুল হাসান
পাবলিক ভয়েস

পিতামাতার নাগরিকত্বের কারণে নভেম্বরের সাধারণ নির্বাচনে অংশ নিতে রাখাইন রাজ্যের ৫ জন মুসলিমের প্রার্থীতা বাতিল করেছে রাজ্য নির্বাচন উপ-কমিশন।  মঙ্গলবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এখবর দিয়েছে দ্য ইরাবতী ডটকম।

খবরে বলা হয়, প্রার্থীতা বাতিল করা ৪ জন ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পার্টি (ডিএইচআরপি) এবং পঞ্চমজন স্বতন্ত্রভাবে আবেদন করেছিলেন।

সাব-কমিশন সেক্রেটারি ইউ থুরিন হিট বলেন, ‘তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে মূল কারণ তাদের জন্মের পরেও তাদের বাবা-মা এবং দাদা-দাদি মিয়ানমারের নাগরিক ছিলেন না।’

দলটির সাধারণ সম্পাদক ইউ কিও সোয়ে অং জানিয়েছেন, ডিএইচআরপি সাত জন প্রার্থী আবেদন করেছিলো এবং চারজন বাতিল করায় বাকি তিনজনই নির্বাচনে অংশ নেবে।

“তারা আগের নির্বাচনে প্রার্থী হিসাবে অনুমোদিত হয়েছিল এবং ২০১৫ সালে ভোট দেওয়ার এবং নির্বাচনের পক্ষে দাঁড়াতে দেওয়া হয়েছিল। নাগরিকত্বের মর্যাদার কারণে কেন তাদেরকে এখন অযোগ্য ঘোষণা করা হয়েছে তা আমি বুঝতে পারি না। এটি নাগরিকত্ব আইন সম্পর্কে একটি প্রশ্ন উত্থাপন করেছে, ”বলেন ইউ কিও সো সো অং।

বাতিল হওয়া চার প্রার্থী সিটওয়ে এবং বুথিডাং এবং বুথিডাংয়ের রাখাইন রাজ্যের দুটি আসনের প্রতিনিধিত্ব করে লোয়ার হাউস আসনে প্রার্থী হওয়ার জন্য নিবন্ধন করেছেন।

এনএইচ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন