
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে শান্তি চুক্তি করেছে ইসরায়েল। এর আওতায় দুই পক্ষের টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়েছে। আমিরাত ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীরা এ যোগাযোগ স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন বলে জানিয়েছে দ্য নিউ আরব।
আমিরাত পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ বিভাগের প্রধান হেন্দ আল-ওতাইবা এক টুইটে বলেন, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান দুই পক্ষের টেলিযোগাযোগ স্থাপন করেছেন। প্রথম ফোনালাপে তারা শুভেচ্ছা বিনিময় এবং চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।
ফোনালাপের পরই আশকেনাজি এক টুইটে বলেন, শিগগিরই আমিরাতের সঙ্গে ইসরায়েলের সরাসরি টেলিযোগাযোগ স্থাপিত হবে। দুই পক্ষের শান্তিচুক্তি বাস্তবায়নের অংশ হিসেবেই এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। দুই দেশের মধ্যে টেলিযোগাযোগ স্থাপিত হওয়ায় আমিরাতের সাবেক পুলিশ প্রধান ঢালি খালফান ইসরায়েলি গণমাধ্যমে অনলাইনে সাক্ষাৎকার দিয়েছেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের জন্য এই চুক্তি খুব গুরুত্ব বহন করে। এই অঞ্চল দীর্ঘদিন ধরে সংঘাত ও সহিংসতার সাক্ষী। শান্তিচুক্তির মাধ্যমে আমরা সে রকম পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারি। আমিরাতে ও ইসরায়েল সে রকম একটি পদক্ষেপই নিয়েছে।
এদিকে ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্যবসায়িক চুক্তিতে সই করলো ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। করোনাভাইরাসের ওপর গবেষণা ও দ্রুত শনাক্তকরণ টেস্ট কিট আবিষ্কার সংক্রান্ত এই চুক্তিতে সই করেছে আমিরাতের এপেক্স ন্যাশনাল ইনভেসমেন্ট কোম্পানি এবং ইসরায়েলের টেরা গ্রুপ।
আই.এ/

