শ্রদ্ধা নিবেদনে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি, বিশৃঙ্খলা

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও ধানমণ্ডি-৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করতে আসে। কিন্তু দলীয় নেতাকর্মীদের ধাক্কাধাক্কি আর বিশৃঙ্খলার জন্য এমন অনেক সংগঠন ঠিকভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারেনি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ফুল দিতে না পারায় অনেকে ফিরে গেছেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

জানা যায়, কেন্দ্রীয় নেতারা চলে যাওয়ার পরই শুরু হয় ধাক্কাধাক্কি। কার আগে কে ফুল দেবে, এই প্রতিযোগিতা করতে গিয়ে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। এমনকি ধাক্কাধাক্কিতে ভেঙে যায় যুবলীগের পুস্পস্তবক। হুড়োহুড়ি-ঠেলাঠেলি দেখে বোঝার উপায় ছিল না, দেশে করোনা নামক কোনো ভাইরাসের প্রাদুর্ভাব চলছে। স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণই দেখা যায়নি নেতাকর্মীদের মধ্যে।

এ সময় সবচেয়ে বিপাকে পড়েন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। কেউ হুইল চেয়ারে বসে আছেন, কেউবা ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে। তাদেরকে সাহায্য করার দায়িত্বে যে সেচ্ছাসেবীদের থাকবার কথা, তাদেরকেও খুঁজে পাওয়া যায়নি। এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কিছুটা এগিয়ে গেলে ধাক্কাধাক্কিতে তার চেয়ারের চাকা ভেঙে যায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ঘণ্টার পর ঘণ্টা এখানে বসে আছি, ফুল দিতে পারছি না, তাই এগিয়ে গিয়েছিলাম।

শ্রদ্ধা নিবেদনে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল সেচ্ছাসেবক লীগের। কেন্দ্রীয় নেতারা থাকা অবস্থায় তাদের তৎপরতা চোখে পড়লেও পরে আর ততটা দেখা যায়নি। উল্টো তাদের শ্রদ্ধা নিবেদনের সময়ও দেখা গেছে নেতাকর্মীদের অসহিষ্ণুতা।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন