
ইরান ইস্যুতে জরুরি আলোচনার আহ্বান জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে যেন কোনো বিরোধিতার সৃষ্টি না হয় তাই এই উদ্যোগ নিলেন তিনি। আলোচনায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, জার্মানি এবং ইরানকে যোগদান করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার এক বিবৃতিতে পুতিন বলেন, বিষয়টি খুব জরুরি। উত্তেজনা ও দ্বন্দ এড়ানোর সুযোগ হতে পারে এটি।
আল জাজিরা বলছে, রাশিয়ান প্রেসিডেন্টের এই আহ্বানে সাড়া দিয়েছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। তিনি বলেন, আমরা আমাদের নীতি থেকে সরে আসতে পারি না। ইরান ইস্যুতে অতীতেও আমরা একই উৎসাহ নিয়ে সব কার্যক্রমে অংশ নিয়েছি।
এই আহ্বান প্রসঙ্গে পুতিন বলেন, আমরা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি নিয়ে সম্পূর্ণ শ্রদ্ধাশীল। কিন্তু নিরাপত্তা পরিষদে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বর্ধিতকরণ নিয়ে বিরোধ ও দ্বন্দ্বের সৃষ্টি হোক, তা কেউ চায় না। সেসব এড়াতে আমরা একটি অনলাইন ভিডিও আলোচনার আয়োজন করতে পারি।
তিনি বলেন, গালফ অঞ্চল নিরাপদ ও সংঘাতমুক্ত থাকুক তা আমরা সবাই চাই। এই আলোচনার মাধ্যমে আমরা সে বিষয়ে আরো গাঠনিক সিদ্ধান্ত নিতে পারি। যা রাজনৈতিকভাবেও সুদৃঢ় হবে।
এদিকে, শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বর্ধিতকরণের প্রস্তাব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। যা প্রত্যাখ্যান করা হয়। এর ফলে আগামী অক্টোবরে জাতিসংঘের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে যাচ্ছে ইরান। দেশটি পুনরায় অস্ত্র কেনা-বেচা শুরু করতে পারবে। প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অবশ্য বলেছেন, তারা এ বিষয়ে আবারো চেষ্টা চালাবেন।
আই.এ/

