ভারতীয় প্রকৌশলীদের সনদ স্বীকৃতি স্থগিত করল কুয়েত

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

ফাহিম ফাইয়াজ: জালিয়াতির কারণে ভারতীয় প্রকৌশলীদের সনদ স্বীকৃতি স্থগিত করল কুয়েত। কুয়েত সোসাইটি অব ইঞ্জিনিয়ার্স এধরনের ৩ হাজার ভারতীয় প্রকৌশলীর সার্টিফিকেট অনুমোদন স্থগিত করেছে। তাদের নথিগুলোতে জালিয়াতি পাওয়ার পর কুয়েত এ ব্যবস্থা নেয়। স্থানীয় একটি মিডিয়ায় এ খবর প্রকাশিত হয়েছে। গালফ নিউজ

আল কাবাস পত্রিকা জানায় কুয়েতের সোসাইটি অব ইঞ্জিনিয়ার্স ও পাবলিক অথোরিটি অব ম্যানপাওয়ার যৌথভাবে এ সিদ্ধান্ত নেয়। সোসাইটির অনুসন্ধানে প্রকৌশলী পরীক্ষায় পাস না করেই ভুয়া কাগজপত্র দাখিলের মাধ্যমে তারা নিজেদের পেশাগত পরিচয় দেয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে বেশ কিছু জাল স্ট্যাম্প ব্যবহার করে ভুয়া প্রকৌশলী পরিচয়ে ভারতীয় নাগরিকদের কাগজপত্র আটক রয়েছে।

এসব কাগজপত্র নবায়ন করতে গেলে এ জালিয়াতির ঘটনা ধরা পড়ে। এধরনের ভুয়া কাগজপত্র আটকের পর বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। যে ৩ হাজার ভারতীয় নাগরিকের ভুয়া প্রকৌশলী হিসেবে কাগজপত্র পাওয়া গেছে তারা অন্য কোনো কাজ করতে পারেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে সাত ভারতীয় নাগরিক তাদের বিশ^বিদ্যালয় পাশের কাগজপত্র জাল করার অভিযোগে আটক করার পর বিচার চলছে। কুয়েতের জনসংখ্যা ৪৭ লাখ হলেও দেশটিতে কাজ করছে দশ লাখের কাছাকাছি ভারতীয় নাগরিক।

আই.এ/

মন্তব্য করুন