প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে এরদোয়ানের অভিনন্দন

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯

পাবলিক ভয়েস: টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তুর্কি প্রেসিডেন্ট বাংলাদেশের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম জনগণের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন এবং তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

মন্তব্য করুন