

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা করোনা আক্রান্ত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি নিজেই তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুক টাইমলাইনে রুমিন লিখেছেন, আমার করোনা পজিটিভ, দোয়া করবেন।
২০১৯ সালের ২৮মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন-৫০ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, কয়েকদিন ধরে তিনি অসুস্থ। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।