
পাবলিক ভয়েস: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, মানুষের মাঝে দীনের খন্ডিত ধারণার কারণে মুসলমানরা পিছিয়ে আছে এবং অনৈক্য সৃষ্টি করছে।
শনিবার শরীয়তপুর জেলা সদরে জারিমিয়া ক্বেরাতুল কুরআন মাদরাসা মাঠে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক আহমদ আ. কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন।
ফয়জুল করীম বলেন, যতদিন মানুষ দীনের ওপর মজবুত ছিল, ততদিন সারাবিশ্ব মুসলমানের অধীনে ছিল, নেতৃত্ব দিয়েছিলো। যখন মানুষ দীন থেকে সরে আসতে শুরু করেছে তখন থেকেই মুসলমানের ওপর জুলুম নির্যাতন শুরু হয়েছে।
তিনি আরও বলেন, দাওয়াত, তা’লীম, তাযকিয়াহ ও জিহাদ ফি সাবিলিল্লাহ এর সমন্বয়ে পরিপূর্ণ দীন। খন্ডিত দীনের ধারণা নিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। এজন্য প্রয়োজন দীনের পুর্ণাঙ্গ অনুসরণ। তিনি বলেন, জীবন, রক্ত সম্পদ ব্যয় করতে হবে একমাত্র দীনের জন্য। জীবন ও রক্ত দিতে হলে দিতে হবে দীন প্রতিষ্ঠার জন্য। কাউকে মুক্ত করা কিংবা দুনিয়ার জন্য জীবন দেয়া জায়েজ হবে না। কাজেই আল্লাহর দেয়া জান, মাল, জীবন, যৌবন একমাত্র তাঁর দীনের জন্য ব্যয় করতে হবে।
বাংলাদেশ মুজাহিদ কমিটি শরীয়তপুর জেলা শাখা আয়োজিত সম্মেলনে স্থানীয় ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতীবগণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।