ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি তরুণী নিহত

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০

ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনের দখলকৃত উত্তর পশ্চিম তীরের জেনিন শহরে এক তরুণী নিহত হয়েছেন। খবর ডেইলি সাবাহ

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (৭ আগস্ট) সকালে জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনের ২৩ বছর বয়েসী তরুণী ডালিয়া আহমেদ সুলায়মান সামৌদি নিহত হয়।

ইসরায়েলি সেনাদের গুলিতে ডালিয়া আহমদের মারাত্মক রক্তক্ষরণ হয় এবং এর ফলে তিনি মৃত্যুবরণ করেন।

ওই তরুণীর পরিবার জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলাকালীন টিয়ার গ্যাসের কারণে নিজ বাড়ির জানালা বন্ধ করার সময় তাকে গুলি করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী জেনিন শহরে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরাসরি গুলি চালায়।

এদিকে শুক্রবার পূর্ব জেরুজালেমে আরেক অপ্রাপ্ত বয়স্ক কিশোরী অনাকাঙ্খিত গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ৪ বছর বয়সী ওই তরুণী গুলি বিদ্ধ হওয়ার সময় তার সিলওয়ান প্রতিবেশির বাড়িতে ছিল। জেরুজালেম মেডিকেল সেন্টার তাকে নিহত ঘোঘণা করে।

আইএ/

মন্তব্য করুন