
পাবলিক ভয়েস: ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাওয়াফ প্রদেশে বৃহস্পতিবার ‘সরকারি বাহিনীর’ বিমান হামলায় ৯ জন শিশু নিহত হয়েছে। আরও ৭ শিশু ও ২ নারী আহত হয়েছেন। আল জাজিরা
শুক্রবার (০৬ আগস্ট) জাতিসংঘের ইয়েমেন বিষয়ক মানবাধিকার সমন্বয়ক লিসে গ্র্যান্ডে এক বিবৃতে বলেন, হতাহতদের অধিকাংশই শিশু ও নারী। তারা গাড়িতে করে বাড়ি ফিরছিলো। বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটে বলেও জানান তিনি। হামলায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের হামলা চূড়ান্তভাবে অগ্রহণযোগ্য।
হুতি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সহায়তায় ইয়েমেনের সরকারি বাহিনী পাহাড়ী এলাকায় বিমান হামলা চালিয়েছে। ২০ জন মারা গেছে বলে তারা দাবি করেছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। হুতি নিয়ন্ত্রিত এলাকায় ত্রাণকর্মী ও সাংবাদিকদের প্রবেশাধিকার নেই। এ কারণে ঘটনার সত্যতা নিশ্চিত করা কঠিন।
সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, বেসামরিক নাগরিক হত্যায় তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছেন তারা। সৌদি জোট হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। স্কুল, হাসপাতাল ও বিয়ের অনুষ্ঠানে তাদের হামলায় হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন তারা। আল-আশরাক আল-আসওয়াদ
১৪ জুলাই হাজ্জা প্রদেশে বিমান হামলায় ৭ শিশু নিহত হয়েছে। তাদের মধ্যে ২ বছরের শিশুও ছিলো। পরদিন জাওয়াফ প্রদেশে এক শিশুর জন্ম অনুষ্ঠানে বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। হুতি বিদ্রোহী ও জাতিসংঘের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
আইএ/

