শেষ ঠিকানার নিশ্চয়তা পেলেন ম্যানিলার মুসলিমরা

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২০

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মুসলিম সম্প্রদায়ের মৃত ব্যক্তিদের দাফনের জন্য একটি কবরস্থান নির্মাণের কাজ শুরু করা হয়েছে। ফলে এখন থেকে আর স্বজনদের কবর দিতে অন্যত্র যেতে হবে না এ নগরীরর মুসলিম বাসিন্দাদের।

গত বুধবার এ কবরস্থান নির্মাণ কাজের উদ্বোধন করেন ম্যানিলার মেয়র ফ্রান্সিসকো দামাগোসো। ২৪ স্কয়ার মিটার জায়গাজুড়ে এ কবরস্থানটি নির্মাণ করা হচ্ছে। যেখানে ৩৭৮টি কবর খোঁড়ার জায়গা রয়েছে। এটিই নগরীর প্রথম কবরস্থান।

কবরস্থানের পাশাপাশি সেখানে মুসলিম ধর্মালম্বীদের প্রার্থনার জন্য একটি মসজিদও নির্মাণ করা হবে। এর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৫০ কোটি ফিলিপাইন পেসো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮ কোটি ৯১ লাখ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সিসকো দামাগোসো বলেন, আজকের দিনটি ম্যানিলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। ম্যানিলায় বসবাসকারী মুসলিমরা যাতে নিজেদের এ নগরীর অংশ মনে করে এবং নিজেদের স্বীকৃতভাবে তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।

মুসলিমরা ম্যানিলাকে মহিমান্বিত করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, ফিলিপাইনের দ্বীপগুলোতে স্প্যানিশদের আগে মুসলিমরা পৌঁছেছিলো। কবরস্থান নির্মাণের এ প্রকল্প ম্যানিলার মুসলিমদের ঐতিহ্য ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়ার পন্থা। আমরা পরবর্তী প্রজন্মকে দেখতে চেয়েছি, ম্যানিলাবাসী মুসলিমদের ঐতিহ্যকে যেন স্মরণ করে। পরবর্তী প্রজন্মকেও এটি ভুলে যাওয়া উচিত হবে না।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন