আমরা কিশোর (কবিতা)

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯

আমরা কিশোর
হেলাল উদ্দীন হাবিবী

আমরা কিশোর এই সমাজের
উন্নয়নের আশা,
তাই আমাদের দেবে সবাই
আদর ভালবাসা।

কিন্তু কেন উল্টে গেল
এই সমাজের বুলি,
ছঁড়ছে দেখ আমাদের এই
কচি বুকে গুলি।

নির্মমতার শিকার হয়ে
মরছে অনেক সাথী,
অথচ এই শিশু-কিশোর
ভবিষ্যতের বাতি।

আরো পড়ুন- দু’মুঠো ভাত

মন্তব্য করুন