হিজবুল্লাহর হামলার ভয়ে পূর্বনির্ধারিত সামরিক মহড়া বাতিল করল ইসরাইল

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পাল্টা হামলার ভয়ে পূর্বনির্ধারিত সামরিক মহড়া বাতিল করেছে দখলদার ইসরাইল।

সম্প্রতি সিরিয়ায় দামেস্ক বিমান বন্দরের কাছে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধার শাহাদাতের পর থেকেই আতঙ্কে রয়েছে ইহুদিবাদীরা।

হিজুবুল্লাহ গতকাল (বুধবার) এক বিবৃতিতে সিরিয়ায় তাদের এক প্রতিরোধ সংগ্রামী শহীদ হওয়ার কথা স্বীকার করেছে।
ইসরাইলি গণমাধ্যমে বলা হয়েছে, সিরিয়ায় হিজবুল্লাহর যোদ্ধা নিহত হওয়ার পর লেবানন সীমান্তে পূর্বনির্ধারিত মহড়া বাতিল করেছে ইসরাইলি সামরিক কমান্ডারেরা।

রাশাটুডে হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, হিজবুল্লাহ সিরিয়ায় তাদের এক যোদ্ধার রক্তের বদলা নিতে প্রস্তুতি নিচ্ছে।

সিরিয়ার বৈধ সরকারের আমন্ত্রণে লেবাননের হিজবুল্লাহ সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে অংশ নিচ্ছে। কিন্তু মুসলিম বিশ্বের প্রধান শত্রু হিসেবে বিবেচিত ইহুদিবাদী ইসরাইল সন্ত্রাসীদের পক্ষ নিয়ে সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন