৮০ লাখ ছাড়াল সুস্থ রোগীর সংখ্যা

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২০

বিশ্বজুড়ে করোনায় লাখ লাখ মানুষের মৃত্যুর হতাশাজনক সংবাদ কাটিয়ে নতুন আশা দেখাচ্ছে পরিসংখ্যান। এখন পর্যন্ত মোট ৫ লাখ ৮৬ হাজার ৮২০ জন মানুষের মৃত্যুর বিপরীতে এতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত সারা ‍পৃথিবীতে মোট ১ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৬২৫ জন করোনা আক্রান্তের মধ্যে ৮০ লাখ ৩৭ হাজার ১৬৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এমন তথ্য জানা গেছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ ১৬ জুলাই, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ১৬ লাখ ৪৫ হাজার ৯৬২ জন সুস্থ হয়েছেন। যথারীতি এ হিসেবেও দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটির ১২ লাখ ৫৫ হাজার ৫৬৪ জন করোনারোগী সুস্থ হয়েছেন।

ভারতে তৃতীয় সর্বোচ্চ ৬ লাখ ১৩ হাজার ৭৩৫ জন, রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৫ লাখ ২৩ হাজার ২৪৯ জন ও চিলিতে পঞ্চম সর্বোচ্চ ২ লাখ ৯২ হাজার ৮৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া ইরানে সুস্থ হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৫৬১ জন, পেরুতে ২ লাখ ২৬ হাজার ৪০০ জন, মেক্সিকোতে ১ লাখ ৯৯ হাজার ১২৯ জন, তুরস্কে ১ লাখ ৯৭ হাজার ৭৩৩ জন ও জার্মানিতে ১ লাখ ৮৬ হাজার সুস্থ হয়ে উঠেছেন।

আর সৌদি আরবে ১ লাখ ৮৩ হাজার ৪৮ জন, পাকিস্তানে ১ লাখ ৭২ হাজার ৮১০ জন, দক্ষিণ আফ্রিকায় ১ লাখ ৬০ হাজার ৬৯৩ জন, বাংলাদেশে ১ লাখ ৫ হাজার ৫২৩ জন, কাতারে ১ লাখ ১ হাজার ৬৩৭ জন করোনায় আক্রান্ত হওয়ার পর এ থেকে মুক্তি পেয়েছেন।

এদিকে স্পেন ও যুক্তরাজ্যে উল্লেখ্যযোগ্য সংখ্যক রোগী করোনামুক্ত হলেও তাদের তথ্য দেয়া বন্ধ করে দিয়েছে দেশ দুটি। যে কারণে তাদের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হয়নি।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন