হিটলার যা করেছে মোদিও তাই করবেন: কেজরিওয়াল

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯
মমতার ডাকে বিগ্রেডের জনসভায় বক্তব্য রাখেন কেজরিওয়াল।

পাবলিক ভয়েস : ভারতের আসন্ন নির্বাচনকে সামনে রেখে মমতা ব্যানার্জির ডাকে গতকাল শনিবার ব্রিগেডের মঞ্চে হাজির হয়েছেন বিভিন্ন বিরোধী দলের প্রথম সারির নেতারা। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে অরুণাচল প্রদেশের প্রথম সারির বিরোধী নেতারা এতে উপস্থিত ছিলেন।

বিশাল এ জনসভায় ‘মোদি হটাও দেশ বাঁচাও’ স্লোগান তুলে বিভিন্ন নেতারা মোদিকে কটাক্ষ করে ঝাঁঝালো বক্তব্য রাখছেন।

গতকাল শনিবারের এ জনসভায় দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘হিটলার যা করেছে মোদিও তা করবেন এবং তার নমুনা ইতিমধ্য শুরু হয়েছে। মোদি আবার ভারতের নেতৃত্বে এলে দেশটা বরবাদ হয়ে যাবে।

এসময় তিনি আরো বলেন, দেশের মহিলাদের যারা গালি দেন মোদি তাদের অনুসরণ করেন। মোদি ও অমিত সাহ’র জোট নিয়ে দেশের মানুষ মহা বিরক্ত।

এছাড়া ব্রিগেডের বিশাল জনসভায় বিভিন্ন নেতাদের বক্তব্যের মাঝে মাঝে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাও ঝাঁঝালো বক্তব্য রাখছেন। এসময় তিনি বলেন, ‘দেশটাকে বদলাতে হলে দিল্লির সরকারকে পাল্টাতে হবে।’ এছাড়া এসময় তিনি মোদি সরকারের কড়া সমালচনা করেন।

আরো পড়ুন: ভারতে মোদীবিরোধী কংগ্রেস ব্রিগেডের সমাবেশ আয়োজন

এছাড়া জনসভায় মঞ্চে সামিল হয়েছেন শরদ পওয়ার, অখিলেশ যাদব, অভিষেক মনু সিঙ্ঘভি, বিএসপি নেত্রী মায়াবতীর প্রতিনিধি সতীশ মিশ্র, চন্দ্রবাবু নায়ডু, যশবন্ত সিন্হা, অরবিন্দ কেজরীওয়াল, এইচ ডি দেবগৌড়া, ওমর আবদুল্লা, ফারুক আবদুল্লা, এম কে স্ট্যালিন, গেগং আপাং, হেমন্ত সোরেনের মতো প্রথম সারির নেতারা। বিরোধী ঐক্যের এই মঞ্চে হাজির হয়েছেন হার্দিক পটেল, জিগ্নেশ মেবাণী।

মন্তব্য করুন