
পারভেজ হোসাইন: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। জীবন নামক অমুল্য সম্পদকে বাজি রেখে যারা দেশের ক্রান্তিলগ্নে মানবতার সেবা করে যাচ্ছেন তাদের ভুমিকা অতুলনীয়।
করোনাভাইরাসের নেই কোনো ভ্যাকসিন কিংবা কার্যকরী ওষুধ। তবুও কোভিড-১৯ নামের অদৃশ্য এক প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়ে যাচ্ছে গোটা পৃথিবী। এই ভাইরাসে বহু মানুষের প্রাণহানি যেমন শঙ্কা বাড়িয়েছে, তেমনি কিছু মানুষের সুস্থ হয়ে ওঠার গল্প আশা জাগিয়েছে মনে। জীবন বাজি রেখে দৃঢ় মনোবল নিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কিছু মানবসেবীরা।
বিশাল এ পৃথিবীতে ওই মানুষগুলোর সংখ্যাও একেবারেই যৎসামান্য। তাদের একজন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেলিম হোসেন।
উপজেলার ৭ নম্বর দরবেশপুর ইউপির দক্ষিন দরবেশপুর গ্রামের নুর মিয়া চকিদারের ছেলে সেলিম হোসেন। চার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট সেলিম হোসেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি একজন হোমিও চিকিৎসক হিসেবে নিয়মিত গ্রামের সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছেন তিনি।
দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে করোনা কিংবা করোনা উপসর্গ নিয়ে কারো মৃত্যু হলে মরদেহের গোসল, জানাজা ও দাফন নিয়ে দুচিন্তায় পড়েন পরিবারের লোকজন। এ অবস্থায় রোদ, বৃষ্টি, ঝড়সহ নানা প্রতিকূলতা উপেক্ষা করে তাদের পাশে দাঁড়াচ্ছেন শিক্ষক মো. সেলিম হোসেন।
মানবতার কাজ করে ইতিমধ্যে শিক্ষক সেলিম উপজেলাব্যাপী ব্যাপক সুনাম অর্জন করেছেন।###
এনএইচ/পাবলিক ভয়েস

