কেরানীগঞ্জে ৭২০ ক্যান বিয়ারসহ আটক ১ 

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯
৭২০ ক্যান বিয়ারসহ আটক মাদককারবারী।

পাবলিক ভয়েস : কেরানীগঞ্জে বিভিন্ন ব্রান্ডের ৭২০ ক্যান বিয়ারসহ কবির হোসেন (২৮) নামে এক মাদককারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। কবির পিরোজপুর জেলার কাউখালী থানার জয়কুল এলাকায়র মো. তোফাজ্জল হোসেনের ছেলে।

র‌্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কোম্পানি কমান্ডার সৈয়দ ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসায় র‌্যাব। সন্ধ্যায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে ৭২০ ক্যান বিয়ার জব্দ করা হয়। এসময় মাদককারবারী চালক কবিরসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন