পাকিস্তানের পাঞ্জাব ও করাচিতে সম্মিলিত কোরবানির আদেশ

শহরে পশুর হাট নিষিদ্ধ

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

পাঞ্জাবের গভর্নর ও করাচির বিভাগিয় কমিশনার পৃথক আদেশে বলেন, করোনা পরিস্থিতির কারণে এবারে পশু করোবানি কয়েকজনে মিলে দিতে হবে। ব্যাক্তিগতভাবে কেউ কোরবানি দিতে পারবেনা।

পঞ্জাবের গভর্নও অবশ্য শহরে কোরবানির হাটও নিষেধ করেছেন। তিনি বলেছেন এবারে কোরবানির হাট হবে গ্রামাঞ্চলে। আর কোরবানি সংগ্রহ করতে হবে অনলাইনের মাধ্যমে।

করাচির বিভাগীয় কমিশনার কয়েকটি সামজিক সংস্থাকে দ্বায়িত্ব দিয়েছেন কোরবানি করার ও তার গোস্ত বিলিবন্টন করার। এর বাইরে অনলাইনেও কোরবানি সংগ্রহ করার বিষয়েও বলা হয়েছে। এই কাজগুলো তদারক করবেন সংশ্লিষ্ট জেলার ডিসিরা।দুনিয়া নিউজ।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন