

ফিলিস্তিনিদের উপর দখলদার ভূমিকা অব্যহত রাখা ও ফিলিস্তিনের উপর জুলুম চালানোর কার্যক্রমে ইসরাইলকে চরম মূল্য দিতে হবে বলে জানিয়েছে ফিলিস্তিনে প্রতিরোধ আন্দোলন দল হামাসের সামরিক শাখার আল কাসাম ব্রিগেড।
হামাসের সামরিক শাখার আল কাসাম ব্রিগেডের মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন যে দখলদার ইসরাইলীরা তাদের অন্যায়ের জন্য ভারী মূল্য পরিশোধ করতে হবে। এবং তার ব্যতিরেকে ট্রাম্পের কোন পরিকল্পনা কখনও কাজে দেবে না।
২০০৬ সালে গাজা-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইলি সৈন্য কর্তৃক হামাস নেতা গিলাদ শালিতকে বন্দী করার ১৪ তম বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে হামাস মুখপত্র আবু উবাইদা জোর দিয়ে বলেছেন যে – ফিলিস্তিনিরা প্রতিরোধের জন্য সব সময় প্রস্তুত।
ইসরাইল কর্তৃক পশ্চিম তীর দখল বিষয়ে তিনি বলেন – “পশ্চিম তীরকে ইসরাইলের অংশ হিসেবে যুক্ত করার পরিকল্পনাটিকে আমাদের (ফিলিস্তিনের) জনগণের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হিসাবে বিবেচিত হবে। আমরা অবশ্যই এ যুদ্ধের সমুচিত জবাব দেবো। বলেন তিনি।