যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১ লাখ ২৩ হাজার ; ট্রাম্প বলছেন দেড় লাখ হবেই

প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২০

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে একদিন আগেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪২৫ জন কোভিড-১৯ ভাইরাসে প্রাণ হারানোয় এ সংখ্যা দাড়িয়েছে ১ লাখ ২৩ হাজারে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

তবে এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ছাড়িয়ে যাবে।

ক্যাবল টেলিভিশন চ্যানেল স্পেকট্রাম নিউজকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, ‘এটি দেড় লাখ পর্যন্ত হতে পারে। এমনকা এ সংখ্যা অতিক্রমও করতে পারে।’

তিনি বলেন, ‘তবে আমরা এ ভাইরাসের তীব্রতা হ্রাসের ব্যবস্থা গ্রহণ করতে না পারলে ২০ লাখ থেকে ৪০ লাখ মানুষ হারাতে পারি।’

এর আগে মধ্য মার্চে ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন প্রকাশিত এক জরিপে চরম ছোঁয়াচে এ ভাইরাসের ছড়িয়ে পড়া মোকাবেলায় কোন প্রচেষ্টা চালানো না হলে যুক্তরাষ্ট্রে ২২ লাখ মানুষের মৃত্যুর সম্ভাবনার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়।

বিজ্ঞাপন | আহমদ অ্যাডুকেশন

মন্তব্য করুন