ফেসবুকে নাসিম ও ইনুকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ইমাম গ্রেফতার

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

ফেসবুকে প্রয়াত সাবেক মন্ত্রী নাসিম, সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ আওয়ামী লীগ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ছাত্রলীগ নেতার দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক ইমামকে গ্রেফতার করেছে হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশ।

গ্রেফতারকৃত ইমাম সিকান্দর হোসাইন আকবরী (২৬) উপজেলার মুরাদপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের সমর আলী ফকিরের ছেলে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইমাম সিকান্দর হোসাইন আকবরী তার ফেসবুক ওয়ালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ নাসিম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আওয়ামীলীগ নিয়ে অশালীন ভাষায় ফেসবুকে স্ট্যাটাস দেন। বিষয়টি নিয়ে অনেকের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরীফ উদ্দিন তালুকদার বাদী হয়ে ইমাম সিকান্দর হোসেন আকবরীকে আসামি করে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এর পরই বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ হোসেনপুর গ্রামে গিয়ে তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ওসি মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামির অন্য কোন দূরবিসন্ধি আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

উল্লেখ্য, সিকান্দর হোসেন আকবরী বি.বাড়ীয়ার সরাইল এর করাতকান্দি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গ্রেফতারের পূর্বে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন