লিবীয় সরকারকে বৈধতা দিলো আরব লীগ

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকোর্ড (জিএনএ)-কে বৈধতা দিয়েছে আরব লীগ। জিএনএ’র সঙ্গে তুরস্কের যে চুক্তি হয়েছে সেটিও যৌক্তিক বলে মেনে নিয়েছে আরব দেশগুলোর এ সংগঠনটি। মিশরের স্থানীয় এক টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ার সময় এসব কথা বলেন আরব লীগের সহকারী মহাসচিব হাসম জাকি।

মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, লিবিয়ায় দীর্ঘদিন ধরে জিএনএ ও জেনারেল খলিফা হাফতারের বিরোধিতা চলে আসছে। জিএনএ-কে সমর্থন দিচ্ছে তুরস্ক আর হাফতারকে সমর্থন দিচ্ছে আরব ও ইউরোপের কিছু রাষ্ট্র। দুই পক্ষই তেলসমৃদ্ধ লিবিয়ায় সরকার গঠন করতে মরিয়া।

হাসম জাকি বলেন, জিএনএ সরকার আরব লীগ, আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘের কাছে বেশি গ্রহণযোগ্য।

জানা যায়, সাম্প্রতিক সময়ে লিবিয়ায় জিএনএ সরকারের সমর্থিত দ্য লিবিয়ান আর্মিও বেশ তৎপরতা দেখিয়েছে। রাজধানী ত্রিপোলি দখল করার পাশাপাশি তারহুনা ও বানির মতো গুরুত্বপূর্ণ শহরও তারা নিজেদের আয়ত্বে নিয়ে এসেছে।

গত সপ্তাহে হাফতারের নিয়ন্ত্রণে থাকা লিবিয়ার মধ্য ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় সামরিক অভিযান পরিচালনা করেছে দেশটির সরকার সমর্থিত সেনাবাহিনী। সে অভিযানে তারা সিরতে ও আল-জাফরার মতো বিখ্যাত ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর নিজেদের দখলে নিয়েছে।

জাকি বলেন, আরব লীগ লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতি একটি স্থির অবস্থায় আনার চেষ্টা অব্যাহত রেখেছে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন