

গত ২৫ মে’র কথা, যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গকে নির্মমভাবে হত্যা করে কয়েকজন শ্বেতাঙ্গ পুলিশ। ওই ঘটনা নিয়ে তোলপাড়ের মধ্যেই জামিন পেয়েছেন ‘হত্যাকারী’দের একজন। সাড়ে ৭ লাখ ডলারের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ৩৭ বছর বয়সী থমাস লেন নামের ওই পুলিশ কর্মকর্তা বুধবার রাতে জেল থেকে ছাড়া পান।
মুক্তি পাওয়ার পর থমাসের আইনজীবী দাবি করেন, তার মক্কেল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন, বরং ওই সময় ফ্লয়েডকে তিনি সাহায্যের চেষ্টা করেন।
জর্জ ফ্লয়েডকে হত্যার ওই ভিডিও সম্মপ্রতি অনলাইনে ছড়িয়ে পড়ার পরই উত্তাল হয়ে উঠে আমেরিকা। প্রথমে আন্দোনকারীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে থাকেন। কিন্তু পুলিশ তাতে শক্তি প্রয়োগ করায় বর্ণবাদবিরোধী আন্দোলন আরো দানা বেঁধে উঠে। এমনকি যুক্তরাষ্ট্রের বাইরেও আন্দোলনের সমর্থনে রাস্তায় নামে মানুষ।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, চার পুলিশ কর্মকর্তা মিলে একটি গাড়ির পাশে ৪৬ বছর বয়সী ফ্লয়েডকে রাস্তায় ফেলে রেখেছে। এক পুলিশ কর্মকর্তা হাঁটু দিয়ে তার গলা চেপে ধরে আছে। তিনি বার বার কাকুতি-মিনুতি করলেও ছাড়েনি ওই পুলিশ কর্মকর্তা। এভাবে এক পর্যায়ে তার মৃত্যু হয়।
এমএম/পাবলিকভয়েস