

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউর বিভাগীয় প্রধান ও ওই হাসপাতালের পরিচালক (মেডিক্যাল সার্ভিস) ডা. মির্জা নাজিমুদ্দিন। আজ (৭ মে) বিকেলে তিনি মারা যান।
তিনি করোনা পজিটিভ হলে স্কয়ার হাসপাতালের আইসিইউতে গত একমাস ধরে চিকিৎসাধীন ছিলেন। তাকে প্লাজমা থেরাপিসহ উন্নত বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি সুস্থ হয়ে ফেরেননি।
এই চিকিৎসককে নিয়ে দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৩ জন চিকিতসকের মৃত্যু হলো।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন এর সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব অধ্যাপক ডাক্তার এহতেশামুল হক চৌধুরী এক শোক বিবৃতিতে এই তথ্য জানিয়ে শোকসন্তপ্ত প্রত্যেক চিকিৎসকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
আরআর/পাবলিক ভয়েস